ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

১৪ বৈশাখ ১৪৩২, ২৮ শাওয়াল ১৪৪৬

সাদা শাড়িতে জাফরকে বিদায় জানিয়েছিলেন ববিতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ১৭:৩৫, ২৭ এপ্রিল ২০২৫

সাদা শাড়িতে জাফরকে বিদায় জানিয়েছিলেন ববিতা

ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৯২ সালের ৮ জানুয়ারি মারা যান জাফর ইকবাল। নায়কের এক সময়কার প্রেমিকা নায়িকা ববিতা জানান, প্রেম ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয়নি। সিনেমায় অনিয়মিত হয়ে পড়েন নেশায় ডুবে থাকা জাফর। অগোছালো জাফরের সঙ্গে ববিতা শেষ শুটিং করেন ‘দোষী’ সিনেমায়।

দুদিন শুটিং হয়েছিল সিনেমাটির। শুটিংয়ের একটি দৃশ্য ছিল এ রকম, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন জাফর ইকবাল আর ববিতা চিকিৎসক। সেদিন সত্যি সত্যিই শরীরে ক্যানসার নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে অভিনয় করেছিলেন জাফর ইকবাল। কাউকে কিছু জানাননি।

এর কিছুদিন পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জাফর ইকবাল। ববিতার সাহসে কুলায়নি জাফরকে হাসপাতালে দেখতে যাবেন। একদিন হঠাৎই আসে মৃত্যুসংবাদ। মরদেহ এফডিসিতে নিয়ে আসা হলে শেষবার জাফর ইকবালকে দেখতে যান ববিতা। শোনা যায়, সেদিন সাদা শাড়িতে এফডিসিতে জাফর ইকবালকে বিদায় দিতে আসেন ববিতা।

আরও পড়ুন