ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

১৪ বৈশাখ ১৪৩২, ২৮ শাওয়াল ১৪৪৬

হুমড়ি খেয়ে যে সিনেমা দেখছে দর্শক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:৩৯, ২৭ এপ্রিল ২০২৫

হুমড়ি খেয়ে যে সিনেমা দেখছে দর্শক

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তাঁকে নিয়ে নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘কনক্লেভ’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিওসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। গত সোমবার মারা গেছেন পোপ ফ্রান্সিস। মৃত্যুর পরপরই ছবিটির দর্শকসংখ্যা হু হু করে বেড়েছে।

স্ট্রিমিং কনটেন্ট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান লুমিনেট জানিয়েছে, পোপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ছবিটির ভিউয়ারশিপ (দর্শকসংখ্যা) সোমবারেই ২৮৩% বেড়ে যায়। ২০ এপ্রিল সিনেমাটি দেখা হয়েছিল প্রায় ১.৮ মিলিয়ন মিনিট; আর ২১ এপ্রিল দিনশেষে এই সংখ্যা দাঁড়ায় ৬.৯ মিলিয়ন মিনিটে। প্রতিদিনই দর্শক দেখছে সিনেমাটি।

‘কনক্লেভ’ গত বছরের ২৯ নভেম্বর মুক্তি পেয়েছিল। এ বছর অস্কারে আটটি শাখায় মনোনয়ন পেয়ে নজর কেড়েছিল ‘কনক্লেভ’।
রোমান ক্যাথলিক চার্চের এক পোপের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচনপ্রক্রিয়াকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করেছেন এডওয়ার্ড বার্গার।

আরও পড়ুন