ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

সীমান্তে থামছে না গোলাগুলি, চরম উত্তেজনায় ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:২৬, ২৮ এপ্রিল ২০২৫

সীমান্তে থামছে না গোলাগুলি, চরম উত্তেজনায় ভারত-পাকিস্তান

ছবিঃ সংগৃহীত

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ফের গোলাগুলির ঘটনা ঘটেছে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে। রোববার (২৭ এপ্রিল) রাতে সংঘটিত এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

টানা চতুর্থ রাতের মতো সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটল বলে সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, বিনা উসকানিতে পাকিস্তানি সেনারা যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গুলি ছোড়ে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘২৭ ও ২৮ এপ্রিল রাতের মধ্যে কুপওয়ারা ও পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে। ভারতীয় সেনারা দ্রুত এবং কার্যকর জবাব দিয়েছে।’ উল্লেখ্য, পুঞ্চ সেক্টরেও এবার প্রথমবারের মতো যুদ্ধ বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারতীয় সেনাবাহিনী।

এই গোলাগুলির প্রেক্ষাপট আরও স্পর্শকাতর হয়ে উঠেছে, কারণ মাত্র কয়েকদিন আগে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি কাশ্মির অঞ্চলে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা বলে মনে করা হচ্ছে।

এদিকে, চীনা সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, রোববারের গোলাগুলির ঘটনায় প্রথমে ভারতীয় সেনারা বিনা উসকানিতে গুলি চালায় এবং পরে পাকিস্তানি সেনারা পাল্টা জবাব দেয়।

সম্প্রতি কাশ্মিরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তারই ধারাবাহিকতায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কও বিপর্যস্ত হয়ে পড়েছে। পেহেলগামের হামলার জেরে ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে। জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের পাশাপাশি ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে।

এছাড়া উভয় দেশই ৪৮ ঘণ্টার মধ্যে একে অপরের দেশের নাগরিকদের ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর ফলে দুই দেশের নাগরিকরা দ্রুত ফিরে যেতে শুরু করেছেন।

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন