শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:১৫, ২৯ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৮ এপ্রিল দিবাগত রাতে পাকিস্তান সেনারা কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত এলাকা এবং আখনুর সেক্টরে বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। ভারতীয় বাহিনীও যথাযথ এবং কার্যকর জবাব দিয়েছে বলে দাবি করা হয়।
ভারতীয় সেনাবাহিনীর আরও দাবি, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত থেকেই পাকিস্তানি বাহিনী এলওসি বরাবর বিভিন্ন ভারতীয় অবস্থানে ধারাবাহিকভাবে গুলি চালাচ্ছে। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু–কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন। এরপর ভারত এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে আন্তসীমান্ত যোগসূত্রের অভিযোগ তোলে এবং একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা দেয়।
ভারতের পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে—৬৫ বছর পুরোনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, আত্তারি স্থলসীমান্ত বন্ধ করা এবং পাকিস্তানি সামরিক অ্যাটাশেদের বহিষ্কার। এর জবাবে ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে, তারা নয়াদিল্লির সঙ্গে ১৯৭২ সালের সিমলা চুক্তিসহ সমস্ত দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করতে পারে। উল্লেখ্য, এই সিমলা চুক্তির মাধ্যমে জম্মু–কাশ্মীর এবং লাদাখ অঞ্চলের নিয়ন্ত্রণরেখাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল।
ঢাকা এক্সপ্রেস/ বিডি