শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:২৪, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:২৯, ২৯ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
২০২১ সালের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষেই অপরাজিত ১১৫ রান করেছিলেন সাদমান। এবার চট্টগ্রামে ১৪১ বলে পূর্ণ করলেন সেঞ্চুরি। তার দৃঢ় ব্যাটিংয়ে ভর করেই চট্টগ্রাম টেস্টে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ দল।
সাধারণত ধীরস্থির শুরু করলেও এদিন দেখা গেল সাদমানের আগ্রাসী রূপ। দিনের প্রথম বলেই জিম্বাবুয়েকে অলআউট করার পর এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে নামেন তিনি। নতুন এই উদ্বোধনী জুটির ছন্দে সহজাত ব্যাটিং করেন সাদমান, আর বিজয়ের শুরুটা ছিল কিছুটা নড়বড়ে। তবে সাদমানের আত্মবিশ্বাসী উপস্থিতি সেই চাপ কিছুটা কমিয়ে দেয়।
ফ্লিক, পুল, কাট কিংবা স্ট্রেট ড্রাইভ—সব শটেই সাবলীল ছিলেন বাঁহাতি এই ওপেনার। আলগা বলগুলো কাজে লাগিয়েছেন চমৎকারভাবে। প্রথম ৭৮ বলে তুলে নেন ফিফটি, মারেন ৭টি চার। এরপর সেঞ্চুরি স্পর্শ করতে যোগ করেন আরও ৯টি বাউন্ডারি।
সাদমান সেঞ্চুরি পাওয়ার আগেই আউট হয়ে যান এনামুল হক বিজয়। ব্যক্তিগত ৩৯ রানে এলবিডব্লিউ হন ব্লেসিং মুজারাবানির ভেতরে ঢোকা বলে। তার বিদায়ের পর মুমিনুল হককে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিচ্ছেন সাদমান। ইতিমধ্যে এক উইকেট হারিয়ে দেড়শ রানের গণ্ডি পার করেছে বাংলাদেশ।
ঢাকা এক্সপ্রেস/এসএআর