শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১:২৮, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:৫৪, ২৯ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
তবে দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারানিকে উইকেটরক্ষক জাকের আলীর ক্যাচে ফেরান তাইজুল। আম্পায়ার প্রথমে আউট না দিলেও বাংলাদেশি ফিল্ডারদের জোরালো আবেদনের পর সিদ্ধান্ত বদলান। ফলে ২২৭ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা।
৬০ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে ইনিংসের সবচেয়ে সফল বোলার তাইজুল ইসলাম।
এর আগে সোমবার টস জিতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরুতেই সফরকারীদের চাপে ফেলার লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ।
ইনিংসের ১১তম ওভারে নিজের অভিষেক টেস্টে প্রথম সাফল্য এনে দেন পেসার তানজিম হাসান সাকিব। অফসাইডে এক্সট্রা বাউন্স করিয়ে উইকেটরক্ষক জাকের আলী অনিকের ক্যাচে পরিণত করেন ৩৩ বলে ২১ রান করা ব্রায়ান বেনেটকে। দলীয় ৪১ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।
বোলিংয়ে এসেই দ্বিতীয় আঘাত হানেন তাইজুল ইসলাম। ১৯তম ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন ওপেনার বেন কারেনকে। ৫০ বলে ২১ রান করে সাঝঘরে ফেরেন কারেন। দ্বিতীয় উইকেট হারানোর সময় জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৭২ রান।
তৃতীয় উইকেটে শন উইলিয়ামস ও নিকোলাস ওয়েলচের ১০৫ রানের জুটিতে ম্যাচে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় জিম্বাবুয়ে। তবে ১৩১ বলে ৫৪ রান করে রিটায়ার্ড হার্ট হন ওয়েলচ। জিম্বাবুয়ের দলীয় রান তখন তিন উইকেটে ১৬২।
পরবর্তী ব্যাটার হিসেবে মাঠে নামেন অধিনায়ক ক্রেইগ আরভিন। তাকে ৫ রানে আউট করেন স্পিনার নাঈম হাসান। উইকেটরক্ষক জাকের আলীর হাতে ধরা পড়েন আরভিন। এর ঠিক এক রানের ব্যবধানে অভিজ্ঞ উইলিয়ামসকেও (৬৭) ফেরান তিনি। দলীয় স্কোর তখন ১৭৮।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। উইকেটে সেট হবার চেষ্টায় থাকা ওয়েসলে মাদভেরেকে ১৫ রানে ফেরান তাইজুল। এরপর ওয়েলিংটন মাসাকাদজা তাইজুলকে ছক্কা মারলেও পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন, রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। পরের বলেই বোল্ড হন রিচার্ড এনগারাভা (০)।
ভিনসেন্ট মাসেকেসা রান নিতে গিয়ে মিরাজের থ্রোতে রানআউট হন (৮)। অষ্টম উইকেট পতনের পর মাঠে আসেন এর আগে রিটায়ার্ড হার্ট হওয়া নিক ওয়েলচ। তবে উইকেটে থিতু হতে পারেননি। ৫৪ রানে বোল্ড হন তাইজুলের বলে। ২২৭ রানে শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস।
বাংলাদেশের হয়ে ৬০ রানে ৬ উইকেট শিকার করেছেন তাইজুল। এছাড়া নাঈম হাসান ২ ও তানজিম সাকিব নেন ১ উইকেট।
ঢাকা এক্সপ্রেস/এসএআর