ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

পাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশসীমা 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:০৯, ১ মে ২০২৫

পাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশসীমা 

ছবিঃ সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত। এর ফলে পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত কিংবা দেশটির ভাড়া বা ইজারায় পরিচালিত কোনো বাণিজ্যিক বা সামরিক উড়োজাহাজ আর ভারতের আকাশপথ ব্যবহার করতে পারবে না।

নয়াদিল্লি থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১ মে) থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে এবং তা ২৩ মে পর্যন্ত বহাল থাকবে। তবে পরিস্থিতির উন্নয়ন বা অবনতির ওপর ভিত্তি করে এই সময়সীমা বাড়ানো বা কমানো হতে পারে।

এর আগে, পাকিস্তান ছয় দিন আগেই ভারতের বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

গত ২২ এপ্রিল, পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করছে ভারত। এরই প্রেক্ষিতে নয়াদিল্লি একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে—সিন্ধু পানিচুক্তি স্থগিত, ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ, ভিসা সুবিধা বাতিল এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করার মতো সিদ্ধান্ত।

উল্লেখ্য, পাকিস্তানের তথ্যমন্ত্রী এক্স (সাবেক টুইটার)-এ দাবি করেছেন, তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে। পাল্টা হুঁশিয়ারিতে ইসলামাবাদ জানিয়েছে, যেকোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে।

এদিকে, সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে মঙ্গলবার রাতে কাশ্মীরের পারগওয়াল সেক্টরে পাকিস্তানের দিক থেকে ভারী গোলাবর্ষণের অভিযোগ করেছে ভারত। এটি যুদ্ধবিরতি লঙ্ঘনের সবচেয়ে বড় ঘটনা বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন