ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

উপদেষ্টার পদত্যাগ দাবিতে মিছিল, সংশ্লিষ্টতা নেই বলছে বৈবিছাআ

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশ: ১৩:৪১, ১ মে ২০২৫ | আপডেট: ১৩:৪২, ১ মে ২০২৫

উপদেষ্টার পদত্যাগ দাবিতে মিছিল, সংশ্লিষ্টতা নেই বলছে বৈবিছাআ

বৈবিছাআ মুরাদনগর উপজেলার নেতৃবৃন্দের সংবাদ সম্মেলেন। ছবি: ঢাকা এক্সপ্রেস 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়ার পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল করার চেষ্টা করা হয়। এই মিছিলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছাআ) কোনো সম্পর্ক নেই বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ। 

এ নিয়ে বুধবার ( ৩০ এপ্রিল) রাত ৯  টায় মুরাদনগর উপজেলার জেলা পরিষদ মার্কেটের সামনে সংবাদ সম্মেলন করে এ কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মুরাদনগর উপজেলার নেতৃবৃন্দ। 

তারা বলেন, আজ  ৩০ এপ্রিল আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, এই মিছিলের সাথে মুরাদনগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যূনতম কোন সম্পর্ক নাই।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মুরাদনগর শাখার আহ্বায়ক মোঃ ওবায়দুল হক সিদ্দিকী, সদস্য সচিব আল মামুন ও মুখ্য সংগঠক আসিফ সরকার। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “আমরা জানতে পেরেছি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগ এক করে কায়কোবাদ সাহেব নিজের হীন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের টিসি দেয়ার ভয় দেখিয়ে জোর করে মিছিলে নিয়ে আসেন। এর ফলে জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক ব্যানারটিকে বিতর্কিত করার জন্য ব্যবহার করছেন বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারে হাসিনার পতন হয়েছে সে ব্যানারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগকে ব্যবহার করে উপদেষ্টার মর্যাদাহানী করার অপচেষ্টা করা হচ্ছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ঐতিহাসিক ব্যানার ব্যবহার করে এমন হীন ও উদ্দেশ্য প্রণোদিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামীলীগ ও অনুমোদনহীন ব্যক্তি কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহারকারীদের দেশের প্রচলিত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি। আগামী ১২ ঘন্টার মধ্যে মিছিলে অংশগ্রহণকারী দুর্বৃত্তদের গ্রেফতারের করতে হবে। অন্যথায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামীলীগ ও অনুমোদনহীন ব্যক্তিকতৃর্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করার প্রতিবাদে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। 

 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন