ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

নানা আয়োজনে বান্দরবানে মহান মে দিবস উদযাপন 

বান্দরবান প্রতিনিধি 

প্রকাশ: ১৩:০২, ১ মে ২০২৫ | আপডেট: ১৩:০৬, ১ মে ২০২৫

নানা আয়োজনে বান্দরবানে মহান মে দিবস উদযাপন 

মে দিবস উপলক্ষে বান্দরবন র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছবি: ঢাকা এক্সপ্রেস 

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার (১লা মে) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে সমবেত হয়।

পরে জেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এস. এস. মঞ্জুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেবসহ সরকারী প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় শ্রমিক নেতারা শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, কর্মঘন্টা অনুযায়ী মজুরি ও শ্রমিকদের বেতন বোনাস নিয়ম মাফিক প্রদানের দাবি জানান। 

এ সময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতারা বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশে এখনো শ্রমিকদের ন্যায্য পাওনা দেয়া সম্ভব হয়নি, শ্রমিকরা আছে বলেই আমরা বিভিন্ন সেবা সহজেই পাচ্ছি আর তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। 

এ সময় বক্তারা, শিশুশ্রম বন্ধ করা ও সকল শ্রমিককে নিজ নিজ স্বাস্থ্যর প্রতি যত্ন নেয়ার আহবান জানান।

এদিকে, দিবসটি উপলক্ষে বান্দরবান শ্রমিক কল্যাণ ফেডারেশান, এপেক্স ক্লাব অব বান্দরবানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে র্যালী, সমাবেশ, শরবত ও কেক বিতরণসহ নানা কর্মসুচী পালন করা হয়েছে। 


ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন