শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:২১, ১ মে ২০২৫
বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফরদের মতো একাধিক শিল্পীরা। তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ ভারতে নিষিদ্ধ। সুপ্রিম রায়ে শাপমোচন ঘটলেও ভারতে আর সেভাবে দেখা যায়নি তাঁদের। ‘আবির গুলাল’ সিনেমাটি দিয়ে যদিও ফাওয়াদ খান শিকে ছিঁড়তে চলেছিলেন, তবে পেহেলগামে হামলার পর সেই পরিকল্পনা ভেস্তে গেছে। এমন উত্তপ্ত আবহে এবার জানা গেল, ভারতে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলিদের মতো একাধিক পাকিস্তানি তারকার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।
ভারতীয় কোনও নেটিজেন সেসব পাক তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে গেলেই মেসেজ ভেসে উঠছে- ‘এই অ্যাকাউন্টটির ভারতে কোনও অস্তিত্ব নেই। কারণ আমরা আইনি অনুরোধ মেনে এই কন্টেন্ট সীমাবদ্ধ করেছি।’
ভারতে নিষিদ্ধ হওয়া তারকা অ্যাকাউন্টের তালিকায় রয়েছেন আয়েজা খান, সনম সইদ, মায়া আলি, ইকরা আজিজ হুসেন-সহ আরও অনেকে। ভারতীয় দর্শকদের মধ্যে এই পাক তারকাদের জনপ্রিয়তা দারুণ। লক্ষ লক্ষ ভারতীয় ফলোয়ার ছিল এযাবৎকাল তাঁদের। তবে অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার পর সেসব আর দেখা যাচ্ছে না। যদিও সাবা কামার, ফাওয়াদ খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর এখনও কোপ পড়েনি। ভারতের নেটিজেনদের কাছে তাঁদের অ্যাকাউন্ট এখনও দৃশ্যমান।