ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

নজরুল সঙ্গীত শিল্পী বিপাশার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৩৬, ৩০ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:৪৪, ৩০ এপ্রিল ২০২৫

নজরুল সঙ্গীত শিল্পী বিপাশার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

ছবিঃ সংগৃহীত

আশির দশকের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ধানমণ্ডি ক্লাবে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, স্মৃতি পুরস্কার বিতরণ এবং সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন গোলাম ফারুক, প্রকৌশলী দিলীপ গুহঠাকুরতা এবং প্রনস প্রধান করিম হাসান খান। এ বছর বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার পেয়েছেন শিল্পী, গবেষক এবং স্বরলিপিকার ড. পরিতোষ মণ্ডল।

পরে শিল্পী বিপাশার স্মৃতির উদ্দেশ্যে নজরুল সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন রেবেকা সুলতানা, করিম হাসান খান, পারভীন সুলতানা, ফেরদৌসী রহমান চন্দন, শহীদ কবির পলাশ, নাহীদ মোমেন, তাপসী রায়, বিজন মিস্ত্রী, জুলি শারমিলী, মিরাজুল জান্নাত সোনিয়া, মহুয়া বাবর, নাদিয়া আরেফিন শাওন, মাহমুদুল হাসান এবং পরিতোষ মণ্ডল।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রিধারী শিল্পী বিপাশা গুহঠাকুরতা বাংলাদেশে নজরুল সংগীত চর্চায় একটি উল্লেখযোগ্য নাম। তিনি সংগীত ভবন ও নজরুল ইন্সটিটিউট থেকে গান শিখেছেন। আশির দশকের শেষ ভাগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি একনিষ্ঠভাবে নজরুল সংগীত চর্চায় মগ্ন ছিলেন। এ গুণী শিল্পী ২০২২ সালে পরপারে পাড়ি জমান।

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন