ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে মারা গেলেন স্বামী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৫, ১ মে ২০২৫

স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে মারা গেলেন স্বামী

ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ীতে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম হয়েছে—স্ত্রীর মৃত্যুর মাত্র ৩০ মিনিট পর না ফেরার দেশে পাড়ি জমালেন স্বামী। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

প্রয়াত দম্পতি হলেন সুমিত্রা রানী শীল (৮৩) ও মহেন্দ্র নাথ শীল (৮৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সুমিত্রা রানী। মঙ্গলবার রাতে তিনি মারা যান। স্ত্রীর মৃত্যুর খবর শুনে শোক সহ্য করতে না পেরে ৩০ মিনিটের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মহেন্দ্র নাথ, যিনি পেশায় একজন নরসুন্দর ছিলেন।

পরদিন (বুধবার) সিরাজগঞ্জ পৌর ঘুড়কা মহাশ্মশানে একসঙ্গে তাদের দাহ করা হয়। তাদের নাতি উত্তম শর্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দিদার মৃত্যুর শোক দাদু নিতে পারেননি। একসঙ্গে বিদায় নিয়েছেন তাঁরা।’

ঘটনাটি এলাকায় গভীর শোক ও আবেগের সৃষ্টি করেছে। সিরাজগঞ্জ সৎকার সমিতির সদস্য সনাতন সূত্রধর জানান, ‘দাম্পত্য জীবনের এই অন্তিম বন্ধন বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।’
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন