ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

নয় মাসে বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি কমেছে ৫৮ শতাংশ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:০৬, ১ মে ২০২৫

নয় মাসে বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি কমেছে ৫৮ শতাংশ 

ছবিঃ সংগৃহীত

দেশের রপ্তানি আয় ও প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও বৈদেশিক ঋণে ভাটা পড়েছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে উন্নয়ন সহযোগীদের পক্ষ থেকে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে ৫৮ শতাংশেরও বেশি। একই সময়ে ঋণ পরিশোধের চাপ বেড়েছে ২৫ শতাংশ।

বুধবার (৩০এপ্রিল) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, মার্চ পর্যন্ত বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি এসেছে ৩০০ কোটি ৫২ লাখ ডলার, যেখানে আগের বছর এ সময় ছিল ৭২৪ কোটি ডলার।

ইআরডির তথ্য অনুযায়ী, ঋণপ্রাপ্তির পাশাপাশি প্রকল্পভিত্তিক অর্থ ছাড়ও কমেছে ১৪.৬১ শতাংশ। মার্চ পর্যন্ত ঋণ ছাড় হয়েছে ৪৮০ কোটি ৮৮ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৮২ কোটি ডলার কম।

অন্যদিকে, ৯ মাসে বৈদেশিক ঋণ পরিশোধে লেগেছে ৩২১ কোটি ২০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮,৬৮১ কোটি টাকা। গত বছর এ সময় এ পরিমাণ ছিল ২৫৭ কোটি ডলার (২৮,২৮১ কোটি টাকা)।

বিশ্বব্যাংক এবং এডিবি ছিল চলতি সময়ে বড় দুই ঋণদাতা। বিশ্বব্যাংক দিয়েছে ৯৪ কোটি ৪৫ লাখ ডলার, আর এডিবি দিয়েছে ৭০ কোটি ডলার।

বর্তমানে বাংলাদেশ সরকারের লক্ষ্যমাত্রা হলো ১০ বিলিয়ন ডলার বাজেট সহায়তা সংগ্রহ, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও জাপান থেকে ২২০ কোটি, বিশ্বব্যাংক থেকে ২৪৫ কোটি এবং এডিবি থেকে ১৭৯ কোটি ডলার পাওয়ার আশা করা হচ্ছে।

এছাড়া, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চূড়ান্ত হয়নি এমন 'পাইপলাইন' ঋণের পরিমাণ রয়েছে প্রায় ৯০০ কোটি ডলার, যার মধ্যে এডিবি, বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্র-জাপান যৌথভাবে বড় অংশীদার।

ইআরডির সংশ্লিষ্টরা জানান, নতুন সরকার আসার পর প্রকল্প যাচাই-বাছাইয়ের কারণে ঋণচুক্তির হার কম হলেও শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশাবাদী।
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন