শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৩৭, ১৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:৩৭, ১৫ এপ্রিল ২০২৫
সয়াবিন তেল। ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আজ থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলেও জানান তিনি।
নতুন মূল্য অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৮৯ টাকায়, যা আগে ছিল ১৭৫ টাকা। খোলা সয়াবিন ও খোলা পাম তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৯ টাকা লিটারপ্রতি।
পাশাপাশি, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা।
বাণিজ্য উপদেষ্টা জানান, স্থানীয় উৎপাদন বাড়াতে ইতোমধ্যে দুটি তেল কোম্পানি উৎপাদনে গেছে। আরও ৬-৭টি কোম্পানিও শিগগিরই উৎপাদনে আসছে।
এর আগে ১৩ এপ্রিল রাতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন দাম বৃদ্ধির প্রস্তাব দিলেও সরকারের সিদ্ধান্ত না আসায় তা কার্যকর হয়নি। এবার সরকারি সম্মতির পর দাম কার্যকর করা হলো।