ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

বিনিয়োগ সম্মেলন ২০২৫

চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শনে ৪০ দেশের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫২, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৫৩, ৭ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শনে ৪০ দেশের বিনিয়োগকারীরা

ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ

‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) পরিদর্শন করেছেন ৪০ দেশের ৬০ জন বিদেশি বিনিয়োগকারী। সোমবার (৭ মার্চ) সম্মেলনের প্রথম দিন এই পরিদর্শন কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

বিডা জানিয়েছে, যারা বাংলাদেশে শিল্প কারখানা স্থাপনে আগ্রহী, তাদের জন্য এই সফরের ব্যবস্থা করা হয়। এতে কেইপিজেডের অবকাঠামো, সম্ভাবনা ও চলমান কার্যক্রম সরেজমিনে দেখার সুযোগ পান প্রতিনিধিরা। সম্মেলনে বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ চুক্তি হওয়ার আশা করছে কর্তৃপক্ষ।

কেইপিজেড ঘুরে দেখছেন বিদেশি বিনিয়োগকারীরা। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ

১৯৯৫ সালে কার্যক্রম শুরু করা কেইপিজেডে বর্তমানে ৭ মিলিয়ন বর্গফুটের বেশি জায়গাজুড়ে ৪৮টি পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। গবেষণা ও উন্নয়নের জন্য গড়ে তোলা হয়েছে ১০টি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। পাশাপাশি দেশের আইসিটি খাতকে এগিয়ে নিতে এখানে নির্মাণাধীন রয়েছে ১০০ একরের একটি আইটি পার্ক।

এখন পর্যন্ত কেইপিজেডে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ এসেছে। কর্মসংস্থান হয়েছে প্রায় ৩০ হাজার মানুষের, যার মধ্যে ৭৫ শতাংশই নারী। উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে টেক্সটাইল, গার্মেন্টস ও গার্মেন্টস অ্যাকসেসরিজ, জুতা এবং আইটি সেবা।

আরও পড়ুন