ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, যেভাবে মোকাবিলা করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:০০, ১০ এপ্রিল ২০২৫

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, যেভাবে মোকাবিলা করবে বাংলাদেশ

ভারত বাংলাদেশের রফতানি পণ্য তৃতীয় দেশে পাঠানোর জন্য দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশের সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ভারত হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় আমরা এই সংকট কাটিয়ে উঠতে চেষ্টা করবো। ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে।’

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘গতকালই বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছি, যেখানে ক্রেতারাও উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে মতবিনিময়ের পর আমাদের অবস্থান স্পষ্ট-আমরা আমাদের বাণিজ্যিক সক্ষমতা বাড়িয়ে প্রতিযোগিতায় ঘাটতি রাখতে চাই না।’

ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় এখন বিকল্প পথে পণ্য পরিবহনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, শুধু বাণিজ্য নয়, যোগাযোগব্যবস্থার দিকটিও জোরদার করা হচ্ছে। কিছু অবকাঠামোগত উন্নয়ন দরকার, আবার কিছু ক্ষেত্রে খরচও বেড়ে যাবে—এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই এর সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতকে পাল্টা ট্রানজিট-সুবিধা বাতিলের দাবি উঠলেও এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এটা আমার দেখার বিষয় না। আমার কাজ হচ্ছে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করা, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আমরা আরও প্রস্তুত থাকতে পারি।’

ভারতের সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে এ ধরনের কিছু বিবেচনায় নেই।’

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ জুন ভারত সরকারের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) এক আদেশ জারি করে বাংলাদেশকে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর সুযোগ দিয়েছিল। এই সুবিধার আওতায় স্থল, নৌ বা আকাশপথে ভারতীয় বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পরিবহন করা যেতো।

কিন্তু মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতের সিবিআইসি হঠাৎ করে ওই আদেশ বাতিল করে। ফলে এখন থেকে বাংলাদেশি পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে যেতে পারবে না। এমনকি বর্তমানে যেসব পণ্যবোঝাই যানবাহন ভারতের ভেতরে অবস্থান করছে, সেগুলোকে দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন