ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি আগামী জুন মাসে

অর্থনীতি ডেস্ক

প্রকাশ: ১৮:২২, ১৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৪৪, ১৭ এপ্রিল ২০২৫

আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি আগামী জুন মাসে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর একটি প্রতিনিধি দল জানিয়েছে, আলোচনা ফলপ্রসূ হলে আগামী জুন মাসের শেষ নাগাদ বাংলাদেশ ঋণের পরবর্তী কিস্তি পেতে পারে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সংস্থাটির প্রতিনিধি দল সাংবাদিকদের এই তথ্য জানায়।

এসময় প্রতিনিধি দলটি উল্লেখ করে, বাংলাদেশে পণ্য ও সেবার দাম কিছুটা কমলেও মূল্যস্ফীতির হার এখনও প্রত্যাশিত স্তরে আসেনি। এই কারণে, সংকোচনমুখী মুদ্রানীতি আরও কিছুদিন অব্যাহত রাখা প্রয়োজন। পাশাপাশি, দলটি রাজস্ব আদায়ের গতি বাড়ানোর ওপরও জোর দিয়েছে।

এছাড়াও, দলটি সামাজিক খাত এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধির জন্য একটি কৌশল প্রণয়নের পরামর্শ দিয়েছে। একইসাথে, ট্যাক্স ও জিডিপির অনুপাত বাড়ানো এবং কর অব্যাহতি সুবিধা কমানোর কথাও বলা হয়েছে।

ব্রিফিংয়ে সংস্কারের বিষয়ে আইএমএফ প্রতিনিধি দল জানিয়েছে যে আইনি সংস্কার অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হতে হবে। তারা মনে করেন, অন্যান্য সংস্কারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক সংস্কারও জরুরি।

আরও পড়ুন