শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৯, ৩০ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় দমকল বাহিনীর অন্তত ১০টি ইউনিট। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিহতদের মধ্যে একজন আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে থাকলেও কীভাবে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্তে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করেছে কলকাতা পুলিশ।
উদ্ধার ও তদন্ত কাজ চলছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার সবদিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
ঢাকা এক্সপ্রেস/ বিডি