ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে 

সীমান্তে যুদ্ধের প্রস্তুতি, সংযমের আহ্বান জাতিসংঘের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৪৫, ১ মে ২০২৫ | আপডেট: ১০:৫৪, ১ মে ২০২৫

সীমান্তে যুদ্ধের প্রস্তুতি, সংযমের আহ্বান জাতিসংঘের

ছবিঃ সংগৃহীত

কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে আবারও যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র—ভারত ও পাকিস্তান। গত ছয় দিন ধরে সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে পাল্টাপাল্টি গোলাগুলি। সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে সেনা মোতায়েন। কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন শুরু হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এক উচ্চপর্যায়ের বৈঠকে সশস্ত্র বাহিনীকে পাকিস্তানে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তিন বাহিনীর প্রধানরা।

পাল্টা প্রস্তুতিতে পিছিয়ে নেই পাকিস্তানও। ইসলামাবাদে মহড়াসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে দেশটির সেনাবাহিনী। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, ভারতের হামলার বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে্। যেকোনো আগ্রাসনের কঠিন জবাব দেবে পাকিস্তান। একইসঙ্গে ইসলামাবাদ ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেও ভারত তা উপেক্ষা করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এদিকে, মঙ্গলবার রাতে সীমান্তে ষষ্ঠ দিনের মতো গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে বিনা উসকানিতে গুলি ছোড়া হয়, যার জবাব দেওয়া হয়েছে। পাকিস্তান আবার দাবি করেছে, ভারতের চারটি রাফায়েল যুদ্ধবিমানকে তারা সীমান্ত থেকে তাড়িয়ে দিয়েছে এবং ভারতীয় একটি ড্রোনও ভূপাতিত করেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, তারা আক্রমণে আগ্রহী নয়, তবে আঘাত এলে উপযুক্ত জবাব দেবে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দুই দেশের নেতাদের সঙ্গে আলাদা ফোনালাপে সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজনে শান্তিপূর্ণ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সময় ভারতের একতরফা সিদ্ধান্ত, বিশেষ করে সিন্ধু পানিচুক্তি স্থগিতের সমালোচনা করে বলেন, পানি অস্ত্র হিসেবে ব্যবহার করলে তা কখনোই মেনে নেওয়া হবে না।
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন