ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

৩২ বছর পর জাকসুর তফশিল ঘোষণা

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১২:০৫, ১ মে ২০২৫

৩২ বছর পর জাকসুর তফশিল ঘোষণা

ছবি: সংগৃহীত

তিন দশকেরও বেশি সময় পর ফের অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান। এরপর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন।   

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ১২ মে খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করবে কমিশন। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত তা নিয়ে আপত্তি ও মতামত জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ হবে ৩০ জুন।  

মনোনয়নপত্র বিতরণ চলবে ১ থেকে ৩ জুলাই পর্যন্ত, আর গ্রহণ করা হবে ১-৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। যাচাই-বাছাই শেষে ৯ জুলাই প্রকাশ করা হবে খসড়া প্রার্থী তালিকা। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ১১ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত। যার শুনানি ও সিদ্ধান্ত আসবে ১৩ জুলাই।  

১৪ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাবে ১৫ জুলাই। এরপর ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনি প্রচারণা।  

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। একই দিন গণনা শেষে প্রকাশ করা হবে ফলাফল।  

উল্লেখ্য, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত জাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৩ সালের ২৯ জুলাই। এক ছাত্রের বহিষ্কারকে ঘিরে সেদিন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষের পরপরই জাকসু ও হল সংসদ বিলুপ্ত করে দেয় কর্তৃপক্ষ। এরপর দীর্ঘ ৩২ বছর আর কোনো নির্বাচন হয়নি।  

 

ঢাকা এক্সপ্রেস/এসএআর 

আরও পড়ুন