শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৬, ১৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৩৪, ১৫ এপ্রিল ২০২৫
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মে মাসের প্রথমার্ধেই প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ এবং নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হবে। এরপর মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা প্রস্তুতের কাজ শেষ করবে কমিশন। পরে নির্বাচন কমিশন প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে উপাচার্যের সম্মতিক্রমে নির্বাচনের সময়সূচি ঘোষণা করবে।
রোডম্যাপে ডাকসু সংশ্লিষ্ট তিনটি কমিটির অগ্রগতি তুলে ধরা হয়েছে। গঠনতন্ত্র সংস্কার কমিটি এখন পর্যন্ত ৬টি বৈঠক করেছে এবং সদস্যদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সংস্কার প্রস্তাব তৈরি করেছে। সংশোধিত গঠনতন্ত্র ইতোমধ্যে ছাত্রসংগঠন ও অন্যান্য অংশীজনদের কাছে পাঠানো হয়েছে এবং বর্তমানে এটি সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আচরণবিধি সংক্রান্ত কমিটি ছাত্রসংগঠন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের অংশগ্রহণে ৭টি বৈঠক শেষে আচরণবিধি চূড়ান্ত করেছে। এটি এখন সিন্ডিকেটে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।
এছাড়া, পরামর্শ কমিটি প্রয়োজনীয় ৯টি সভা শেষ করেছে এবং এপ্রিলের মধ্যভাগেই তাদের কার্যক্রম সম্পন্ন করবে বলে জানিয়েছে প্রশাসন।
ঢাকা এক্সপ্রেস/এসএআর