ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

তিন দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন কর্মব্যস্ত মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৩, ১ মে ২০২৫

তিন দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন কর্মব্যস্ত মানুষ

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে বৃহস্পতিবার সরকারি ছুটি, সঙ্গে পরের দুদিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে তৈরি হয়েছে টানা তিন দিনের অবকাশ। এই সুযোগে রাজধানী ছাড়ছেন অনেকেই—কেউ যাচ্ছেন গ্রামের বাড়ি, কেউবা পরিবার নিয়ে বেড়াতে।

বুধবার (৩০ এপ্রিল) অফিস ছুটির পর থেকেই ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার বাসগুলো যাত্রীতে ঠাসা, পাশাপাশি বাড়তি যাত্রীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে পরিবহন সংশ্লিষ্টরা।

আজ বৃহস্পতিবার (১মে) সকালেও ঢাকাবাসীর একটি বড় অংশকে শহর ছাড়তে দেখা গেছে। ছুটির শুরুতেই অনেকে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অথবা একটু প্রশান্তির খোঁজে পর্যটনকেন্দ্রগুলোতে রওনা হয়েছেন।

এদিকে, ছুটি শুরুর আগের দিন বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। গুলিস্তান, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, মিরপুর, বনানী, যাত্রাবাড়ী ও মহাখালী এলাকায় অফিসফেরত মানুষের ভিড় ও টার্মিনালমুখী যাত্রীদের চাপ একত্রে বাড়িয়ে দেয় যানজটের মাত্রা।
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন