শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৭, ১ মে ২০২৫
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন
বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা দিবস’-এর র্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন উপদেষ্টা।
এ সময় তিনি বলেন, ‘মালিক ও শ্রমিক একসাথে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।’
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে উপদেষ্টা জানান, গত দুই-তিন দশকে শ্রমিকদের মজুরি ও নিরাপত্তার দিকটি অনেকাংশে উপেক্ষিত ছিল। এমনকি কোনো পর্যায়ে গিয়ে আইএলও থেকে নিষেধাজ্ঞার আশঙ্কাও তৈরি হয়েছিল।
তবে এখন সেই চিত্র বদলানোর চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখনও সব কিছু করে ফেলেছি, এমন নয়। তবে যে উদ্যোগগুলো শুরু হয়েছে, তা ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে একটি বড় পরিবর্তনের বার্তা দেবে।’
ঢাকা এক্সপ্রেস/ বিডি