শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৪, ৩০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৪০, ৩০ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার কিছু পরে প্রধান উপদেষ্টা তার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, ‘বিপর্যয়ের মধ্যে গৃহনির্মাণের গুণগত মান বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এ কাজটি সফলভাবে সম্পন্ন করা গেছে।’
তিনি আরও বলেন, ‘বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে তাদের পাশে থাকার চেষ্টা থাকবে।’
২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এরপর প্রধান উপদেষ্টার নির্দেশনায় এসব জেলায় পুনর্বাসনের লক্ষ্যে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে চারটি জেলায় মোট ৩০০টি ঘর নির্মাণ করা হয়েছে, যার জন্য ব্যয় হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। এ প্রকল্পে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল প্রধান উপদেষ্টার কার্যালয়।
ঢাকা এক্সপ্রেস/ বিডি