শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:০৩, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:১১, ২৯ এপ্রিল ২০২৫
ছবি: টাইমস অব ইন্ডিয়া
মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানায়, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে কি না, তার ইঙ্গিত পাওয়া যাবে আগামী দু-তিন দিনের মধ্যে। একইসঙ্গে পাকিস্তানের নাগরিকদের মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘আগামী দু-তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সংঘাত শুরু হয়, তা হবে এই সময়ের মধ্যেই। আর কিছু না ঘটলে বুঝতে হবে, বড় ধরনের বিপদ এড়ানো গেছে।’
পাকিস্তানের সামা টিভিকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে আসিফ আরও বলেন, ‘এই অঞ্চলে যুদ্ধের সম্ভাবনা জোরালো হচ্ছে। আগামী দু-তিন দিনের মধ্যে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা প্রবল।’
একই সঙ্গে তিনি জানান, পাকিস্তান সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং কেবলমাত্র অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি দেখা দিলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করা হবে।
গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। আটারি সীমান্ত বন্ধ করে পাকিস্তানিদের দেশে ফিরে যেতে বলা হয়েছে, সব ধরনের ভিসা বাতিল করা হয়েছে এবং সিন্ধু নদী পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে দিল্লি। জবাবে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে। সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা, আকাশসীমা নিষিদ্ধ এবং দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সিন্ধু পানি চুক্তি স্থগিতের পদক্ষেপকে ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে অভিহিত করে বলেছেন, যেকোনো মূল্যে পাকিস্তান তার পানির অধিকার রক্ষা করবে।
অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিটি ভারতীয়র ‘রক্ত ফুটছে’ এবং হামলায় জড়িতদের কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে।
বিশ্লেষক ও কূটনীতিকদের মতে, ভারত এখনো পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরে সরাসরি হামলার নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ফলে দিল্লি কোনো সামরিক পদক্ষেপ নিলে তা আন্তর্জাতিক মঞ্চে ন্যায্যতা পাবে কি না, তা অনিশ্চিত। তবে পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায়, তাহলে পারমাণবিক অস্ত্রে সজ্জিত দুই দেশের সামরিক সংঘাত নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে।
এদিকে পরিস্থিতি শান্ত করতে ইরান ও বাংলাদেশ প্রকাশ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকেই সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএআর