ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

পাকিস্তানের আকাশসীমা বন্ধ

ব্যাপক হারে বাড়ছে ভারতের বিমান ভাড়া ও সময়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৩, ৩০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৪৮, ৩০ এপ্রিল ২০২৫

ব্যাপক হারে বাড়ছে ভারতের বিমান ভাড়া ও সময়

ছবিঃ সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টাপাল্টি কূটনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় এয়ারলাইনসের জন্য বন্ধ করে দিয়েছে। এর ফলে ভারতের আন্তর্জাতিক ফ্লাইট, বিশেষ করে উত্তর আমেরিকা রুটে চলাচলকারী বিমানগুলো মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে।

বিশেষত সান ফ্রান্সিসকো থেকে দিল্লিগামী ফ্লাইটগুলোর সময় প্রায় সাড়ে চার ঘণ্টা বেড়েছে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, আকাশসীমা এড়িয়ে চলার কারণে অনেক ফ্লাইটকে মাঝপথে জ্বালানি নিতে হচ্ছে। এয়ার ইন্ডিয়া তাদের কিছু ফ্লাইটকে ভিয়েনা এবং কোপেনহেগেনে থামিয়ে রিফুয়েলিং করছে। এতে বিমান সংস্থাগুলোর খরচ উল্লেখযোগ্য হারে বাড়ছে।

একইভাবে, দিল্লি থেকে শিকাগোগামী এআই-১২৭ ফ্লাইটটি আগে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে ১৪ ঘণ্টা ৪৭ মিনিটে ১২,৫০০ কিলোমিটার অতিক্রম করত। এখন নতুন রুটে ১৫,০০০ কিলোমিটার পাড়ি দিতে ১৯ ঘণ্টারও বেশি সময় লাগছে। সান ফ্রান্সিসকো থেকে দিল্লির এআই-১৭৪ ফ্লাইটটিও এখন ২০ ঘণ্টার বেশি সময় নিচ্ছে, যেখানে আগে সময় লাগত ১৫ ঘণ্টা ২৫ মিনিট।

এছাড়া আঞ্চলিক রুটগুলিও প্রভাবিত হচ্ছে। যেমন ইনডিগোর দিল্লি-তাসখন্দ ফ্লাইট আগে ২ ঘণ্টা ১৮ মিনিটে পৌঁছালেও এখন ইরান ও তুর্কমেনিস্তান ঘুরে ৫ ঘণ্টা ৩০ মিনিটে পৌঁছাচ্ছে।

এয়ার ইন্ডিয়া ও ইনডিগো উভয় সংস্থা তাদের যাত্রীদের বিকল্প রুট এবং সম্ভাব্য বিলম্ব সম্পর্কে অবহিত করেছে। এয়ার ইন্ডিয়া এক্স হ্যান্ডলে দেওয়া বার্তায় জানিয়েছে, উত্তর আমেরিকা, ইউরোপ, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্য থেকে আগত বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পরিচালিত করা হচ্ছে।

পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারত একাধিক কঠোর পদক্ষেপ নেয়, যার মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তান হাইকমিশনের সামরিক উপদেষ্টাদের বহিষ্কার এবং আটারি চেকপোস্ট বন্ধ। পাশাপাশি সার্ক ভিসা ছাড় প্রকল্প থেকেও পাকিস্তানি নাগরিকদের বাদ দেওয়া হয়েছে।

পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত করে এবং কেবল শিখ তীর্থযাত্রীদের জন্য ভিসা ছাড় রেখে বাকি সব সুবিধা বাতিল করে দেয়।

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন