শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৪২, ২ মে ২০২৫ | আপডেট: ১৪:১৮, ২ মে ২০২৫
ছবি: সংগৃহীত
মারাঠি এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে, অতীতে তিনি একাধিক বিলুপ্তপ্রায় ও সুরক্ষিত বন্যপ্রাণীর মাংস খেয়েছেন। তার খাওয়া প্রাণীগুলোর তালিকায় রয়েছে ইগুয়ানা, মাউস ডিয়ার (এক ধরনের বনহরিণ), গুইসাপ, বন্য শূকর, খরগোশ ও সজারু। ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইনে এই প্রাণীগুলোর শিকার বা মাংস খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।
মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্রের বন বিভাগ ছায়া কদমকে আইনি নোটিশ পাঠিয়েছে। বন বিভাগ জানিয়েছে, মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরই তারা পদক্ষেপ নেয়। বন বিভাগ আরো জানিয়েছে, শুধু অভিনেত্রী নন, এই ঘটনার পেছনে থাকা চোরাশিকারি ও এসব প্রাণীর মাংস সরবরাহকারীদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে।
তদন্তকারীদের একটি দল ছায়া কদমের সঙ্গে যোগাযোগ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি পেশাগত কাজে শহরের বাইরে রয়েছেন। ফিরেই তিনি আইনি নোটিশের জবাব দেবেন।
ঢাকা এক্সপ্রেস/এসএসবি/আরইউ