শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:৫৪, ৩ মে ২০২৫ | আপডেট: ১৯:২৯, ৩ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
কাম্মীরের পহেলগাঁও পর্যটন কেন্দ্রে হামলার ঘটনার পরপরই ভারত-পাকিস্তান একে অন্যকে বিভিন্ন নিষেদ্ধাজ্ঞা দিয়েই চলেছে। এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করলো ভারত সরকার।
শনিবার (০৩ মে) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র বাণিজ্যিক করিডর ওয়াঘা-আটারি সীমান্ত। এরইমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এই সীমান্ত রোডটি।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি বাণিজ্য নীতিতে একটি নতুন ধারা যুক্ত করেছেন তারা। যেখানে বলা হয়েছে, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আমদানি বা ট্রানজিট করা কোনো পণ্য, তা অনুমোদনযোগ্য হোক বা না হোক, তা অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কার্যকর থাকবে।
তারা বলছে, এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার জন্য নেওয়া হয়েছে এবং এর কোনো ব্যতিক্রমের ক্ষেত্রে ভারত সরকারের পূর্বানুমোদন বাধ্যতামূলক।
ভারত এরই মধ্যে সিন্ধু পানিচুক্তি স্থগিত করেছে, পাকিস্তানি নাগরিকদের সব ভিসা বাতিল করেছে এবং দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ