শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১:৩২, ৩ মে ২০২৫ | আপডেট: ২১:৫৭, ৩ মে ২০২৫
কাগিসো রাবাদা। ছবিঃ সংগৃহীত
জানা যায়, গত ৩ এপ্রিল দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আইপিএল ছাড়ার পর তাঁর দল গুজরাট টাইটানস জানিয়েছিল ‘গুরুতর ব্যক্তিগত কারণে’ দেশে ফিরে গেছেন রাবাদা।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এসএটোয়েন্টি চলার সময়ের ঘটনা এটি। রাবাদা সেই টুর্নামেন্টে খেলেছেন এমআই কেপটাউনের হয়ে। সে সময়ে হওয়া মাদক পরীক্ষাতেই পজিটিভ হয়েছেন সময়ের অন্যতম সেরা এ বোলার।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠন এসএসিএর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাবাদা দুঃখপ্রকাশ করেছেন। তিনি এসময় বলেছেন, ‘আমি ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছি, এমন কিছুই জানানো হয়েছিল। সেই কারণটা হলো নেশাজাতীয় মাদক পরীক্ষায় আমার পজিটিভ হওয়া। আমার কারণে যাদের মাথা নত হয়েছে, যারা বিপদে পড়েছে, তাদের সবার কাছে করজোড়ে দুঃখপ্রকাশ করছি। আমি এখন সাময়িক নিষেধাজ্ঞা কাটাচ্ছি। প্রিয় খেলাটায় ফিরতে উন্মুখ হয়ে আছি।’
তবে কাগিসো রাবাদাকে ঠিক কত দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে, সেটি এখনো জানা যায়নি।