ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
সৌদি আরব পৌঁছেছেন ২২ হাজার ২০৩ জন হজযাত্রী, আরো একজনের মৃত্যু
Scroll
কক্সবাজারে আরো পাঁচ হাজার রোহিঙ্গা, নতুন রোহিঙ্গার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৮ হাজার
Scroll
চার ঘণ্টা পর পল্টনের সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
Scroll
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি থেকে ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
Scroll
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক, সতর্ক থাকার আহ্বান
Scroll
পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারত, এলওসি বরাবর ভয়াবহ সংঘর্ষ
Scroll
গাজায় অপুষ্টির শিকার হয়ে ৫১ শিশুর মৃত্যু
Scroll
সিঙ্গাপুরের নির্বাচনে পিএপি’র টানা জয়, ছয় দশকের শাসনের ধারা অব্যাহত
Scroll
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে রেড বুলসের বিপক্ষে জিতল ইন্টার মায়ামি
Scroll
‘তান্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যান মনিরের মৃত্যু

চার ঘণ্টা পর পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫০, ৪ মে ২০২৫ | আপডেট: ১২:৫১, ৪ মে ২০২৫

চার ঘণ্টা পর পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনের সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় চার ঘণ্টা প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। 

তিনি জানান, সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

এদিন রাত ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

১১ তলা বাণিজ্যিক ভবনটির টপ ফ্লোরে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও সহায়তা করেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে ভবনটির ছাদে আগুন লাগে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র বলছে, ১১ তলা বহুতল ওই ভবনে বিভিন্ন বেসরকারি অফিস রয়েছে। আগুনের সময় দ্রুত আতঙ্ক ছড়ায়। এ সময় ভবনে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, পুরো ভবনটি বাণিজ্যিক। বিভিন্ন বেসরকারি কোম্পানির অফিস রয়েছে বহুতল এ বাণিজ্যিক ভবনে। ছাদের একটি অংশে রয়েছে ইলেকট্রিক সামগ্রীর গুদাম। সেখানেই আগুন লাগে।

ভবনের নিরাপত্তা কর্মী জসিম উদ্দিন বলেন, জাফরান রেস্টুরেন্ট নামে খাবার হোটেল রয়েছে এ ভবনের দোতলায়। প্রতিটি ফ্লোরে বিভিন্ন ধরনের অফিস। 

যেখানে আগুন লেগেছে সেটি মালিকের ইলেকট্রনিক সামগ্রীর গোডাউন জানিয়ে তিনি বলেন, আগুনে হতাহতের খবর পাইনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন দিবাগত রাত সাড়ে ১২টায় এক ব্রিফিংয়ে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে। এরপর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন