শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৫, ৩ মে ২০২৫ | আপডেট: ১০:৪৮, ৩ মে ২০২৫
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকার ও বিমান কর্তৃপক্ষ তার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন-সিলেট-ঢাকা রুট পরিবর্তন করে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব দেন। তবে, এই প্রস্তাবটি খালেদা জিয়া নাকচ করে দেন। তিনি জানান, অন্যান্য যাত্রীদের যাতায়াতের কষ্ট ও ভোগান্তি কমানোর জন্য তিনি রুট পরিবর্তন করতে রাজি নন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, তিনি একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন। আগামী ৪ মে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটটি সন্ধ্যা ৬টায় ঢাকা উদ্দেশ্যে উড্ডয়ন করবে। খালেদা জিয়াকে বরণ করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি একটি বিশেষ বিমানে তাকে লন্ডন পাঠানোর ব্যবস্থা করেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।
তিনি ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে কারাদণ্ডে দণ্ডিত হন এবং ২০২০ সালের মার্চে সরকার নির্বাহী আদেশে তাকে মুক্তি দেয়। এরপর থেকে তাকে চিকিৎসার জন্য বিভিন্ন সময় দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছিল।
ঢাকা এক্সপ্রেস/ বিডি