শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৫৪, ২ মে ২০২৫ | আপডেট: ২৩:১০, ২ মে ২০২৫
নারায়ণগঞ্জে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। ছবি: ঢাকা এক্সপ্রেস
শুক্রবার (২ মে) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্পনগরীতে যুব অধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক আরও বলেছেন, ‘আগামীতে যাঁরা নেতা হবেন, জনপ্রতিনিধি হবেন, ওই ভোটকেন্দ্র দখল করে সিল মেরে জনপ্রতিনিধি হবেন, সেই দুঃস্বপ্ন দেখবেন না। জনগণ যাকে সমর্থন করবে, জনগণ যাদের পেছনে থাকবে, তারাই নেতা হবে, দেশ শাসন করবে।’
দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে নুরুল হক বলেন, ‘আমাদের কাজ হচ্ছে জনগণকে সচেতন করা, জনগণকে ঐক্যবদ্ধ করা এবং পরিবর্তনের জন্য গণ অধিকর পরিষদের বার্তাকে জনগণের কাছে নিয়ে যাওয়া।’ গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে উল্লেখ করে তিনি মানুষের বিকল্প আশাআকাক্সক্ষা পূরণে প্রতিটি আসনে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শেখ সাব্বির রাজের সভাপতিত্বে যুব সমাবেশে আরো বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সহসভাপতি ওয়াহিদুর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ।
এদিকে অনুষ্ঠান মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।