ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২০ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩:৫৮, ৩ মে ২০২৫ | আপডেট: ১৪:০৬, ৩ মে ২০২৫

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে আগুন লেগেছে। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে আগুন লাগার পর এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তাৎক্ষণিক আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. সাগর আহমেদ বলেন, আগুন লাগার খবরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ১১টা ৫০ মিনিটে বের হন। বিস্তারিত পরে জানানো যাবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন