শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:২০, ২ মে ২০২৫ | আপডেট: ২৩:৩৪, ২ মে ২০২৫
তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। ছবিঃ সংগৃহীত
জুবাইদা স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন। তবে দীর্ঘ বছর পর স্বামী তারেক রহমানকে ছাড়াই জুবাইদা ফিরছেন দেশে। তারেক রহমান কেন ফিরছেন না, এটাই এখন সকলের প্রশ্ন।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তারেক রহমান কবে দেশে আসবেন, সেই ধারণা তাঁর কাছ থেকে এখনো পাওয়া যায়নি।
বিএনপির নেতা-কর্মীরা তারেকের ফিরে আসার অপেক্ষায় থাকলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফেরার মতো ‘পরিবেশ’ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারেকের দেশে ফেরার সম্ভাবনা কম।
এদিকে তারেকের দেশে ফিরে আসার ‘পরিবেশ’ বিষয়ে দু ধরনের বক্তব্য পাওয়া গেছে বিএনপির নেতাদের কাছে। তাঁরা একবার বলছেন, আওয়ামী সরকারের আমলে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারেক দেশে ফিরবেন না। অন্যবার বলছেন, তারেকের ফিরে আসা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।
গত ৮ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। টানা ১৭ দিন দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে ২৫ ফেব্রুয়ারি বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন। চার মাসের চিকিৎসা শেষে ৫ মে সোমবার দেশে পৌঁছাবেন তিনি।