ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২০ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

এবার পাকিস্তানে আইপিএল সম্প্রচার বন্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:৪৭, ৩ মে ২০২৫ | আপডেট: ২০:৪৬, ৩ মে ২০২৫

এবার পাকিস্তানে আইপিএল সম্প্রচার বন্ধ

ছবিঃ সংগৃহীত

পহেলগাম হামলার পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে ভারত ও পাকিস্তান। এবার আইপিএল সম্প্রচার বন্ধ করেছে পাকিস্তান সরকার।

এরই মধ্যে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ভারতে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে গেছে। যার জবাবে পাকিস্তানও আইপিএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

'পাকিস্তান অবজারভার'সহ দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমের খবর, ভারতের স্পোর্টস স্ট্রিমিং চ্যানেল ফ্যানকোড পিএসএল লাইভ সম্প্রচার বন্ধ করে দিয়েছে। মুছে দিয়েছে টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ভিডিও এবং ম্যাচ হাইলাইটসও।

তার জবাবে পাকিস্তানও এবার আইপিএলের লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিয়েছে। পিএসএল যেমন ভারতে দেখা যাবে না, তেমনি আইপিএলের ম্যাচও এখন থেকে পাকিস্তানে দেখা যাবে না।

 

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন