শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:০৭, ৩ মে ২০২৫
ছবি: সংগৃহীত
শনিবার (৩ মে) জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তামিম বলেন, যারা জেলা বা বিভাগীয় পর্যায় থেকে উঠে এসেছেন এবং যাদের মৌলিক ক্রিকেট জ্ঞান ও দেশের ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন আনার স্বপ্ন রয়েছে, এমন ব্যক্তিদেরই বিসিবির দায়িত্বে থাকা উচিত।
তামিম বলেন, ‘আমি ছোটো হয়ে অনুরোধ করব, যারা ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার যোগ্য, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যারা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে চায়— তাদেরই নির্বাচিত করা হোক।’
অতীতের অভিজ্ঞতা তুলে ধরে তামিম জানান, অনেক সময় বোর্ডে আসার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের জেলা ও বিভাগকে উপেক্ষা করেন। তিনি বলেন, ‘আমি অনেকবার দেখেছি, কেউ যখন বোর্ডে আসেন, পরে ডিরেক্টর হন— তখন আর জেলা-বিভাগের কথা মনে থাকে না।’
সম্প্রতি বরিশালসহ কয়েকটি জেলার অবস্থা তুলে ধরে তামিম বলেন, এসব জায়গায় মানসম্মত ক্রিকেট লিগ পর্যন্ত হয় না। অথচ ক্রিকেটকে দেশের সবচেয়ে বড় খেলা হিসেবে ধরা হয়।
বোর্ডে আসতে আগ্রহী সংগঠকদের উদ্দেশে তামিমের পরামর্শ, ‘সবচেয়ে বড় খেলায় যদি এমন অবস্থা থাকে, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটের উন্নয়ন না করে, তাহলে তার বিসিবিতে আসার প্রয়োজন নেই।’
ঢাকা এক্সপ্রেস/এসএআর