ঢাকা, শনিবার, ০৩ মে ২০২৫

১৯ বৈশাখ ১৪৩২, ০৫ জ্বিলকদ ১৪৪৬

টি-টোয়েন্টি খেলতে আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৯:০৭, ২ মে ২০২৫ | আপডেট: ১৯:১০, ২ মে ২০২৫

টি-টোয়েন্টি খেলতে আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। আজ শুক্রবার (২ মে) সেই সূচি চূড়ান্ত করেছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবি সূত্রে জানা যায়, আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। অর্থাৎ, বাংলাদেশ সময় রাত ৯টায়। আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিনটিতেই জয় এসেছে বাংলাদেশের। প্রথমটি মিরপুরে ২০১৬ এশিয়া কাপে, বাকি দুটি ২০২২ আরব আমিরাত সফরে।

শুক্রবার এক বিবৃতিতে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুবহান আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ ছেলেদের দলের বিপক্ষে আরেকটি টি-টোয়েন্টি সিরিজের আয়োজক হতে পারায় আমরা রোমাঞ্চিত। সর্বশেষ তিন বছরের মধ্যে তাদের সঙ্গে এটি আমাদের দ্বিতীয় দ্বিপক্ষীয় সিরিজ হতে চলেছে।

তিনি আরো বলেছেন, ভালো দলের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের খেলার সুযোগ করে দিতে আমরা সব সময় আগ্রহী। এই সিরিজকে এশিয়া কাপের জন্য আদর্শ প্রস্তুতি হিসেবে দেখছি।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধরী বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দল আরব আমিরাতে খেলতে যাবে জেনে আমরা আনন্দিত। প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগকে আমরা অগ্রাধিকার দিই। ঠাসা আন্তর্জাতিক সূচির আগে এই ম্যাচগুলো আমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অংশ হবে। আমরা আত্মবিশ্বাসী যে, এই ম্যাচ দুটি বিসিবি ও ইসিবির মধ্যকার ক্রিকেটীয় বন্ধনকে আরও মজবুত করবে এবং সমর্থকদের দারুণ বিনোদন দেবে।’

 

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন