শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১:৩৩, ৩০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৫০, ৩০ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বাগ্যুদ্ধে জড়িয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ও ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান। ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আফ্রিদির করা মন্তব্য ঘিরে শুরু হয়েছে এই বিতর্ক।
আফ্রিদি বলেন, ‘ভারতে বাজি ফাটলেও দোষ চাপানো হয় পাকিস্তানের ঘাড়ে। কাশ্মীরে প্রায় ৮ লাখ সেনা আছে। তা সত্ত্বেও এমন ঘটনা ঘটেছে। এর অর্থ, তারা এতটাই নিষ্কর্মা আর অপদার্থ যে, সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারেনি।’ আফ্রিদির এই মন্তব্যে ভারতীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এর জবাবে এক্স-এ আফ্রিদির একটি ছবি পোস্ট করে ধাওয়ান লিখেছেন, ‘কার্গিলে আমরা তোমাদের হারিয়েছিলাম। এর মধ্যেই তোমরা এতটা নিচে নেমে গেছ, আর কত নিচে নামবে? অযথা মন্তব্য করার পরিবর্তে নিজের দেশের উন্নতির জন্য মাথা খাটাও শহীদ আফ্রিদি। আমাদের ভারতীয় সেনাবাহিনী নিয়ে আমাদের খুব গর্ব হয়। ভারত মাতা কী জয়! জয় হিন্দ!’
এই বার্তায় আফ্রিদিকে সরাসরি মেনশনও করেন ধাওয়ান।
তবে আফ্রিদিও থেমে থাকেননি। ধাওয়ানের পোস্ট শেয়ার করে পাল্টা পাল্টা খোঁচা দেন তিনিও। নিজের একটি ছবি পোস্ট করে সেখানে পাকিস্তানি সেনাদের মতো ফুলহাতা টি-শার্ট পরে হাতে চায়ের মগ ধরে ক্যাপশনে লেখেন, ‘এসব হারজিতের কথা ছাড়ো। চলো তোমাকে চা খাওয়াই শিখর।’ সঙ্গে হ্যাশট্যাগে যোগ করেন ‘#FantasticTea’।
ঢাকা এক্সপ্রেস/এসএআর