শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০:০৫, ১ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
মঙ্গলবার (৩০ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের টসের সময় বিষয়টি জানান পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি বলেন, ‘ম্যাক্সওয়েলের আঙুলে চোট লেগেছে, যা দুর্ভাগ্যজনক। তার পরিবর্তে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি।’
মারকুটে ব্যাটিংয়ের জন্য পরিচিত হলেও এবারের আইপিএলে ব্যাট হাতে একেবারেই বিবর্ণ ছিলেন ম্যাক্সওয়েল। ৭ ম্যাচে করেছেন মাত্র ৪৮ রান, বল হাতে নিয়েছেন ৪টি উইকেট। আগের মৌসুমেও ১০ ম্যাচে করেছিলেন মাত্র ৫২ রান।
আইপিএলের সর্বশেষ ড্রাফটে পাঞ্জাব কিংসে যোগ দেন ম্যাক্সওয়েল। তবে টানা দ্বিতীয়বারের মতো ব্যর্থতা ও ইনজুরি মিলিয়ে তার আইপিএল মিশন এবারও শেষ হলো হতাশায়।
ঢাকা এক্সপ্রেস/ বিডি