ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

আবারও ইনজুরি, আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০:০৫, ১ মে ২০২৫

আবারও ইনজুরি, আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

ছবিঃ সংগৃহীত

আবারও চোটে পড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। আঙুলের ইনজুরির কারণে চলতি আইপিএলের বাকি অংশে আর মাঠে নামতে পারবেন না অস্ট্রেলীয় এই অলরাউন্ডার। নিশ্চিত হয়েছে তার আসর থেকে ছিটকে যাওয়ার খবর।

মঙ্গলবার (৩০ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের টসের সময় বিষয়টি জানান পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি বলেন, ‘ম্যাক্সওয়েলের আঙুলে চোট লেগেছে, যা দুর্ভাগ্যজনক। তার পরিবর্তে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি।’

মারকুটে ব্যাটিংয়ের জন্য পরিচিত হলেও এবারের আইপিএলে ব্যাট হাতে একেবারেই বিবর্ণ ছিলেন ম্যাক্সওয়েল। ৭ ম্যাচে করেছেন মাত্র ৪৮ রান, বল হাতে নিয়েছেন ৪টি উইকেট। আগের মৌসুমেও ১০ ম্যাচে করেছিলেন মাত্র ৫২ রান।

আইপিএলের সর্বশেষ ড্রাফটে পাঞ্জাব কিংসে যোগ দেন ম্যাক্সওয়েল। তবে টানা দ্বিতীয়বারের মতো ব্যর্থতা ও ইনজুরি মিলিয়ে তার আইপিএল মিশন এবারও শেষ হলো হতাশায়।
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন