ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

নির্বাচন করেই সভাপতি হতে চান ফারুক

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ১২:৩৫, ৩০ এপ্রিল ২০২৫

নির্বাচন করেই সভাপতি হতে চান ফারুক

বিসিবির নির্বাচনে পরিচালক পদে লড়াই করতে চান বোর্ডের বর্তমান সভাপতি ফারুক আহমেদ। চলতি বছরের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে এবার লড়াই করবেন বলেই নিজেই ইচ্ছা প্রকাশ করেন।

দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের হাওয়ায় বিসিবিতেও এসেছে রদবদল। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের জায়গায় দায়িত্ব নিয়েছেন সাবেক ক্রিকেটার ও সংগঠক ফারুক আহমেদ। পূর্বের পরিচালনা পর্ষদের অনেকেই এখন বোর্ডের সঙ্গে নেই,কেউ দেশ ছেড়েছেন,কেউ বা সভায় অনুপস্থিতির কারণে বাদ পড়েছেন। ফারুক আহমেদের সঙ্গে বোর্ডে যুক্ত হয়েছেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালকসহ মোট ১০ জনকে নিয়ে চলছে বোর্ডের কার্যক্রম।

যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলা সম্প্রচার মাধ্যম ঠিকানা টেলিভিশনের ‘ঠিকানায় খালেদ মহিউদ্দিন’ অনুষ্ঠানে সাক্ষাৎকার প্রদানকালে তিনি এই ইচ্ছার কথা জানান। বর্তমানে তিনি জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হয়ে বোর্ডে আছেন।

নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, ‘বোর্ডে একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে। এখনো বাইরে থেকে সেই পক্ষটা চেষ্টা করে যাচ্ছে। তারা আমায় ভালো করেই চিনে। অনেকে ভাবছেন, আমার বিরুদ্ধে দু চার লাইন কলাম লিখলে ফারুক ভাই হয়তো রিজাইন দিয়ে চলে যাবে। কারণ তার কোনো এজেন্ডা নেই। কিন্তু এবার আর আমি তাদেরকে সেই সুযোগ দেব না। আমি চেষ্টা করব বিসিবির পরিচালক পদে নির্বাচনে লড়াই করার।’

তাকে ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে দাবি করে বিসিবি সভাপতি আরও বলেন, ‘দেশের ক্রিকেটের উন্নতি ছাড়া তার আর কোনও এজেন্ডা নেই। তিনি মনে করেন, এই পরিস্থিতিতে নির্বাচন থেকে সরে দাঁড়ালে সমস্যার সমাধান হবে না বরং লড়াই করেই টিকে থাকতে হবে।’

বিসিবির পরবর্তী নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিয়ম অনুযায়ী, বর্তমান সভাপতি চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন আয়োজন করতে পারেন। ফারুক আহমেদ নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। 

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন