ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ বাঁচাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮:৪৫, ৩০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:২৪, ৩০ এপ্রিল ২০২৫

মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ বাঁচাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে একাই আলো ছড়ালেন মেহেদী হাসান মিরাজ। প্রথমে ব্যাট হাতে ঝলক দেখিয়ে তুলে নেন সেঞ্চুরি, পরে বল হাতে শিকার করেন ৫ উইকেট। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে তিন দিনের মধ্যে ইনিংস ও ১০৬ রানের বড় জয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ ১-১ এ সমতায় ফেরায় বাংলাদেশ।   

প্রথম ইনিংসে জিম্বাবুয়ে অলআউট হয়েছিল ২২৭ রানে। জবাবে ৪৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারীরা। তবে এবার আর দাঁড়াতেই পারেনি তারা। মিরাজ-তাইজুলদের তোপে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস।  

বড় লিডের চাপ যেন শুরু থেকেই তাড়া করেছে জিম্বাবুয়ের ব্যাটারদের। সপ্তম ওভারে ব্রায়ান বেনেটকে স্লিপে ক্যাচ বানিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন তাইজুল। একই ওভারে ফিরিয়ে দেন নিক ওয়েলচকেও। 

নাঈম ইসলামও উইকেট তুলে নেন নিজের প্রথম ওভারেই। ১১তম ওভারে শন উইলিয়ামসকে স্লিপে ক্যাচ করান। ২২ রানেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা।  

এরপর আরভিন ও বেন কারান কিছুটা প্রতিরোধ গড়লেও, ৩০তম ওভারে এসে সেই জুটি ভাঙেন মিরাজ। ওই ওভারে আরভিন ও মাদেভারেকে ফিরিয়ে জোড়া আঘাত হানেন তিনি। এরপর সিগা, মাসাকাদজা এবং কারানকেও ফিরিয়ে ইনিংসে তুলে নেন ফাইফার। একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট—বাংলাদেশের হয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়লেন মিরাজ।  

শেষ দিকেলে বোলিংয়ে ফিরে জিম্বাবুয়ের লেজ ছাঁটাইয়ে যোগ দেন তাইজুলও। ৪৩তম ওভারে রিচার্ড এনগারাভাকে ফেরান এই বাঁহাতি স্পিনার। শেষ ব্যাটার হিসেবে রান আউট হয়েছে মাসাকেসা।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২২৭ ও ১১১

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৪৪

ফল: বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী।

আরও পড়ুন