শিরোনাম
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৯:০৯, ৩ মে ২০২৫
ছবি: সংগৃহীত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার আমলা হঠাৎ পাড়া এলাকা থেকে একটি মামলার সন্দেহভাজন আসামি আশিক (২৫)–কে আটক করে পুলিশ। তাকে থানায় নেওয়ার জন্য মোটরসাইকেলে উঠিয়ে রওনা দেন আমলা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী।
পালপাড়া বাজারের কাছে পৌঁছালে আশিক চিৎকার করে মোটরসাইকেল থামাতে বলেন। এসআই মনিরুল ইসলাম মোটরসাইকেল থামানো মাত্রই আশিক কোমর থেকে একটি হাতুড়ি বের করে তার মাথায় আঘাত করেন। আঘাতে মনিরুলের মাথায় থাকা হেলমেট ভেঙে যায়। এরপর পেছনে বসা কনস্টেবল রুস্তম আলীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তার মাথা কেটে যায়।
স্থানীয়রা ছুটে এসে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন এবং থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কনস্টেবল রুস্তমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আশিককে পুনরায় আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘আটককৃত একজন সন্দেহভাজন আসামি থানায় আনার পথে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছে। এতে একজন কনস্টেবল সামান্য আহত হয়েছেন। আসামি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা এক্সপ্রেস/ বিডি