শিরোনাম
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২২:০৫, ২ মে ২০২৫
ছবি: সংগৃহীত
শুক্রবার (২ মে) রাত সাড়ে ৮ টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়া সীমান্তের ৩২০ মেইন পিলারের ১০ সাব পিলারের শুণ্য রেখায় এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে ওই সীমান্ত দিয়ে দুপুর ১২ টার দিকে দুই বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। তাৎক্ষনিকভাবে দুই ভারতীয় নাগরিককে আটক করে গ্রামবাসী। পরে তাদেরকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়।
তবে এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের সাথে কোন কথা বলতে চাননি বিজিবির কর্মকর্তারা। কথা বলতে ধর্মজৈন বিওপি ক্যাম্পে গণমাধ্যম কর্মীরা গেলেও বিজিবি’র পক্ষ থেকে বক্তব্য দিতে অপারগতা জানানো হয়।
জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন কারুলিয়াপাড়া গ্রামের কয়েকজন কৃষক। দুপুর ১২ টার দিকে বিএসএফ'র সদস্যরা ওই এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম (৫০) ও বনগাঁও এলাকার এনামুল ইসলামের ছেলে মাসুম (১৫)কে ধরে নিয়ে যায়।
এই ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী। তাদেরকে কারুলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিজিবি সদস্যদের হাতে তুলে দেন। তারা হলেন- ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কাটাডাড়ি অনন্তপুর এলাকার সুরেন টুডুর ছেলে অভিনাত (২২) ও নুরদুছ সরেনের ছেলে ফিলিপ সরেন (৩৩)।
ঘটনাটি নিশ্চিত করে ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম বলেন, দুপুর ১২ টা ২৩ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর আমরা বিষয়টি বিজিবিকে জানাই। এর মধ্যেই বাংলাদেশী যুবকরা দুইজন ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে। পরে আটক ভারতীয় নাগরিকদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে ভারতের ৯১ বিএসএফ কাটাবাড়ি ক্যাম্পে ২টি চিঠি দেয়া হয়। সন্ধ্যায় বিএসএফ’র পক্ষ থেকে সাড়া পাওয়ার পর ওই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিকদের স্ব স্ব সীমান্ত রক্ষী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়।