শিরোনাম
তথ্য-প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১০:০৭, ৩ মে ২০২৫ | আপডেট: ১০:৫৫, ৩ মে ২০২৫
ছবি: সংগৃহীত
প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনে স্থানান্তরের ক্ষেত্রে চীনা সরকারের হস্তক্ষেপ বা তথ্য ব্যবহারের সুযোগ নেই—এমন সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে না পারায় টিকটককে এই জরিমানা করা হয়। ডেটা সুরক্ষা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
কমিশনের মতে, চীনে পাঠানো ডেটা দেশটির সরকারের নজরদারি থেকে কতটা নিরাপদ থাকবে, সেই ঝুঁকি মূল্যায়ন বা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে টিকটক ব্যর্থ হয়েছে। টিকটকের ইউরোপীয় সদরদপ্তর আয়ারল্যান্ডে হওয়ায় সেখানকার ডিপিসি-ই এর নিয়ন্ত্রণে রয়েছে।
ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের ৩০টি দেশের (ইইউর ২৭ সদস্য, আইসল্যান্ড, লিচেনস্টাইন ও নরওয়ে) টিকটক কার্যক্রম পর্যবেক্ষণ করে এই সংস্থাটি। এর আগে ২০২৩ সালেও শিশুদের তথ্য প্রক্রিয়ায় ইউরোপীয় নিয়ম লঙ্ঘনের অভিযোগে টিকটককে ৩৪৫ মিলিয়ন ইউরো জরিমানা করে ডিপিসি।
এদিকে, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা লুমিং করায় টিকটক মার্কিন বাজারের বাইরে ব্যবসা সম্প্রসারণে মনোযোগ দিচ্ছে। শিগগিরই জাপানের অনলাইন শপিং সেক্টরে প্রবেশের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
ঢাকা এক্সপ্রেস/ বিডি