শিরোনাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৪:১০, ২ মে ২০২৫ | আপডেট: ১৫:০৮, ২ মে ২০২৫
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর। ছবি: ঢাকা এক্সপ্রেস
ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের আট বছর বয়সী এক শিশু শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। শিশুটির উপসর্গ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ আইইডিসিআরকে অবহিত করে। এরপরই বৃহস্পতিবার (১ মে) বিকেলে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল যশোরে পৌঁছায়।
শুক্রবার প্রতিনিধি দলটি শিশুটির শরীর থেকে রক্তসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। পাশাপাশি স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিশুটির আশপাশের পরিবেশ এবং পোল্ট্রি খামারগুলো ঘুরে দেখে সম্ভাব্য উৎস নির্ণয়ের চেষ্টা চালান।
ডা. নাজমুস সাদিক রাসেল বলেন, “সংগ্রহ করা নমুনাগুলো ঢাকায় আইইডিসিআরের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আসার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।”
তিনি আরো বলেন, “বর্তমানে এটি সন্দেহের পর্যায়ে রয়েছে। নিশ্চিত না হওয়া পর্যন্ত শিশুটির পরিচয় প্রকাশ করা হচ্ছে না। যেহেতু এটি একটি সংক্রামক রোগ, তাই নিশ্চিত তথ্য ছাড়া কিছু বলা সঠিক নয়। এতে করে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি হতে পারে।”
ঢাকা এক্সপ্রেস/এনএ