যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৮:২১, ২ মে ২০২৫
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। ছবি: ঢাকা এক্সপ্রেস
যবিপ্রবি কেন্দ্রে এবার ‘বি’ইউনিটে মোট ৫,৮৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৯৫.৯২ শতাংশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়।
ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র ও ভবনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পরীক্ষার দিন নিরাপত্তা উপ-কমিটির সদস্য, যবিপ্রবি সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরীক্ষার্থীদের সহায়তায় নিয়োজিত ছিলো।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ ভর্তি পরীক্ষা উপলক্ষে গৃহীত প্রস্তুতি ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি পরীক্ষার দিন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনকে সঙ্গে নিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং শেষে অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আগামী ৯ মে, শুক্রবার ‘এ’ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
ঢাকা এক্সপ্রেস/এনএ