শিরোনাম
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৭:৪৩, ২ মে ২০২৫ | আপডেট: ১৭:৪৪, ২ মে ২০২৫
মাইন বিস্ফোরণে আহতকে হাসপাতালে নেওয়া হচ্ছে । ছবি: ঢাকা এক্সপ্রেস
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ২মে (শুক্রবার) দুপুর ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাইশফাঁড়ীর তুইঙ্গাঝিরি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৯ সংলগ্ন কাঁটাতারের পার্শ্ববর্তী স্থানে (মিয়ানমার অভ্যন্তরে) বাঁশ কাটতে গিয়ে স্থানীয় এক বাংলাদেশী নাগরিক মাইন বিস্ফোরণে গুরুত্বর আহত হয়। পরবর্তীতে সংবাদ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।
আহত মনসুর আহমেদ (২৬), কক্সবাজারের উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের তুলাতলি ৭নং ওয়ার্ড এর সিরাজুল ইসলাম এর ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসরুরুল হক মিয়ানমারের আরাকান আর্মির পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে মনসুর আহমেদ আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত: এর আগে শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের শূন্যরেখার কাছে, মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো.জুবাইর নামে এক বাংলাদেশি যুবকের পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়।