খাগড়াছড়ির প্রতিনিধি
প্রকাশ: ১৯:০৪, ২ মে ২০২৫
গ্রেপ্তারকৃত দুই ধর্ষক মাফিজুল ইসলাম ও আবু তালেব। ছবি: সংগৃহীত
মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির এক কিশোরী ছড়ায় গোসল করতে যায়। এ সময় আগে থেকে সেখানে ওত পেতে থাকা দুই অজ্ঞাত যুবক ঐ কিশোরীকে মুখ চেপে ধরে ছড়ার পাড়ে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে ও মোবাইলে ভিডিও ধারণ করে।
এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে বৃহস্পতিবার (১ মে) ধারা- ৯ (৩), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; তৎসহ ধারা- ৮ (১)/৮ (২), পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন, ২০১২ দায়ের করে।
লক্ষ্মীছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “আসামিদেরকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসলে ভিকটিম উক্ত আসামিদেরকে শনাক্ত করে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আসামিদের আদালতে প্রেরণ করা হবে।”
ঢাকা এক্সপ্রেস/এনএ