শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২০:২৯, ২ মে ২০২৫
রাঙামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: ঢাকা এক্সপ্রেস
শুক্রবার (২ মে) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
মতবিনিময় সভা শেষে বাংলাদেশ সীমান্তে মিনায়মারের বিভিন্ন তৎপরতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এটিকে হুমকি মনে করছি না। বিভিন্ন সময়ে এ রকম সমস্যা আসবে, সেগুলো আমাদের মোকাবিলা করতে হবে, আমরা সেভাবে মোকাবিলা করবো।”
সভায় আরও উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, সিভিল সার্জন ডা. নূয়েন খীসাসহ রাঙামাটির বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ঢাকা এক্সপ্রেস/এনএ