শিরোনাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩৬, ২ মে ২০২৫
নিহত কলেজছাত্র জিসান (১৭)। ছবি: সংগৃহীত
নিহত মো. জিসান মাতুব্বর (১৭) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মো. হেলাল খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা বাজার থেকে জিসান মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই নসিমন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় জিসান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, নসিমন চালক পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মারুফ হাসান রাসেল বলেন, “এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
ঢাকা এক্সপ্রেস/এনএ